
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরইমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিষয়টি অনুমোদন দিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ২টি শর্তে বীমা কোম্পানি দু’টিকে প্রধান কার্যালয় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়। ব্যয় সংকোচনের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বীমা কোম্পানিদুটি।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে- কর্তৃপক্ষের গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে জারিকৃত বীমা প্রতিষ্ঠানসমূহের শাখা বা কার্যালয় স্থানান্তর ও বন্ধ করা সংক্রান্ত সার্কুলারে (জিএডি সার্কুলার নং- ১১/২০২৩) উল্লেখিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত শর্তাদি পরিপালনসাপেক্ষে কোম্পানির প্রধান কার্যালয় স্থানান্তরের অনুমোদন দেয়া হল।
প্রধান কার্যালয় স্থানান্তরে আইডিআরএ’র দেয়া শর্ত ২টি হলো-
কোম্পানির প্রধান কার্যালয় স্থানান্তরের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় এতদসংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং বিজ্ঞাপনের কপি কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে। শাখা বা কার্যালয় স্থানান্তর অথবা বন্ধ করার অব্যবহিত পূর্বের স্থানে সাধারণের দৃষ্টি গ্রাহ্যভাবে স্থানান্তরিত নতুন ঠিকানা এবং বন্ধকৃত শাখার ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা কমপক্ষে দুই মাস প্রদর্শন করতে হবে।
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের বর্তমান ঠিকানা- সুরমা টাওয়ার (১৯ তালা), পুরানা পল্টন, ঢাকা। আর প্রস্তাবিত ঠিকানা হলো- ট্রপিক্যাল মোল্লা টাওয়ার (৪র্থ তালা), বাড্ডা, ঢাকা।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রধান কার্যালয়ের বর্তমান ঠিকানা- ৬৭/১, পল্টন চায়না টাউন, পূর্ব টাওয়ার ১৬ তলা, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০। আর প্রস্তাবিত ঠিকানা হলো- ১৩/১/ক, পান্থপথ, ঢাকা- ১২১৫।
Posted ৯:২৬ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy