
| বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিনের বরখাস্তের আদেশকে কেন্দ্র করে পরিচালনা পর্ষদে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনে কোম্পানিটির পরিচালকদের সঙ্গে সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আগামী ৪ মার্চ কর্তৃপক্ষের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার হোমল্যান্ড লাইফ পর্ষদের চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে জানিয়েছেন আইডিআরএ’র পরিচালক (উপসচিব)
আহম্মদ এহসান উল হান্নান।
কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে এই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠিতে তিনি লিখেছেন, “কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মতিনকে গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানির চাকুরি হতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মর্মে কর্তৃপক্ষের নিকট তথ্য রয়েছে। উক্ত বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে কোম্পানির সার্বিক বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের সাথে কর্তৃপক্ষের আগামী ৪ মার্চ দুপুর ১২ ঘটিকায় একটি সভা অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায়, কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে যথাসময়ে কর্তৃপক্ষের সভাকক্ষ-২ এ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল।”
Posted ৭:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy