
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 231 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির নির্বাচনে শেষ পর্যন্ত নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের ১০ পদ এবং লাইফ ইন্স্যুরেন্সের একটি পদে ভোট হতে যাচ্ছে। বৃহস্পতিবার এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের একজন এবং লাইফ ইন্স্যুরেন্স খাতের পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে কার্যনির্বাহী কমিটিতে লাইফ ইন্স্যুরেন্স খাতের ১০ পদের বিপরীতে নয় প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু ১০ টি পদ পূরণ করতে একটি পদে ভোটের জন্য সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সূত্র বলছে, একটি মহল নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিনা ভোটে নির্বাহী কমিটি গঠনের পরিকল্পনা নিয়ে তৎপর ছিল; প্রার্থীতার ক্ষেত্রে পরোক্ষভাবে অনেককে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে ওই পক্ষটি। যার বিস্তারিত নিয়ে ইতিমধ্যে ব্যাংক বীমা অর্থনীতি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। যে কারণে ওই গোষ্ঠীটির বিনা ভোটে নেতৃত্ব আনার ফর্মুলা নন-লাইফ ইন্স্যুরেন্স খাতে পুরোপুরি সফল না হলেও লাইফ ইন্স্যুরেন্স খাতে কিছুটা প্রভাব ফেলেছে। তবে বিনা ভোটে নেতৃত্ব দখলে অভ্যস্ত ওই গোষ্ঠীটির অপতৎপরতায় অনেক ভোটারই ক্ষোভ প্রকাশ করেছেন।
সংশোধিত তফসিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির (লাইফ ইন্স্যুরেন্স) এক পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ১৩ ফেব্রুয়ারি আপিল, শুনানি ও নিষ্পত্তি; ১৪ ফেব্রুয়ারি বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। কার্যনির্বাহী কমিটির এক পদে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট, এবং ভোট শেষে বেলা একটায় ফলাফল ঘোষণা।
সংশোধিত তফসিল অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে সংগঠনের প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে। ওই দিনই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। তবে আপত্তি, শুনানি এবং নিষ্পত্তি শেষে পহেলা মার্চ প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করা লাইফ ইন্স্যুরেন্স খাতের ৫ প্রার্থী হলেন, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এস.এম জিয়াউল হক, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং রূপালী লাইফের মুখ্য নির্বাহী মো. গোলাম কিবরিয়া। এই খাতে কার্যনির্বাহী কমিটির ১০ পদের বিপরীতে প্রার্থিতা করতে ১৪ জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ মুহূর্তে পাঁচ জন প্রার্থী তা প্রত্যাহার করে নেন।
বিআইএ জানায়, নন-লাইফ বীমা খাত থেকে রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক মোস্তফা কামরুস সোবহান এবং প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. মফিজুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী হলেন মোট ২৮ জন। বিআইএ’র নির্বাহী কমিটির ২০টি পদের বিপরীতে এখন এই ২৮ জন প্রার্থী রয়েছেন। যাদের মধ্যে নয় জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এখন মূলত ১১ টি পদের বিপরীতে ভোট হবে। যার মধ্যে নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের ১০ পদের বিপরীতে ভোট হবে আগামী ২২ ফেব্রুয়ারি।
লাইফ ইন্স্যুরেন্স খাতের নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার, পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন।
নন-লাইফ বীমা খাতের প্রার্থীরা হলেন, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালক তায়েফ বিন ইউসুফ, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।
বিআইএ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ বছর মোট ভোটার হয়েছেন ৭৬ জন। অ্যাসোসিয়েশনের মোট সদস্য সংখ্য ৮০ টি কোম্পানি। চাঁদা পরিশোধ সাপেক্ষে প্রতিটি বীমা কোম্পানি থেকে ১ জন করে ভোটার হয়েছেন। ৪ টি বীমা কোম্পানি থেকে কোন ভোটার হয়নি। এই বীমা কোম্পানিগুলো হচ্ছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy