রবিবার ৩০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বেড়েছে

  |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   8 বার পঠিত

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বেড়েছে

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ টি অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে। যার মোট মূল্য দুই হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা।

এর আগে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল আট হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা।

এর মাঝে সাধারণ শেয়ার ছিল ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং প্রিফারেন্স শেয়ার ছিলো সাত হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।

বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি টাকার নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনে মোট প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৯৯০ টাকা।

এতে করে টাকার অংকে কোম্পানিটির সর্বশেষ পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।