
বিশেষ প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 305 বার পঠিত
প্রায় দেড় দশক পর শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এই নির্বাচনের ভোটকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও পরিচালনা বোর্ডের সদস্য বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ। ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে সকল প্রার্থীকে (লাইফ ও নন-লাইফ) নিয়ে মতবিনিময় সভা করেছেন তারা।
বিআইএ কার্যালয়ে ওই সভা শেষে ব্যাংক বীমা অর্থনীতির সঙ্গে আলাপকালে মীর নাসির হোসেন বলেন, “এই ভোটকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা ছিল তা অব্যাহত আছে। উৎসবমুখর পরিবেশে তারা সব কার্যক্রমে যুক্ত হয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু করণীয় আমরা করেছি। নির্বাচন বিধিতে যা কিছু আছে আমরা প্রতিপালন করছি; কোথাও আপোস করিনি।”
নিজাম উদ্দিন আহমেদ বলেন, “বিআইএ’র এই ভোট অতীতের কলঙ্কিত অধ্যায়ের দায়মুক্তি। আমাদের প্রিয় সংগঠন নির্বাচনমুখী হয়েছে; জীবনের শেষ প্রান্তে এসে তা প্রত্যক্ষ করে আমি আনন্দিত। এই ভোট প্রক্রিয়ায় যুক্ত হতে পেরেও আমি আনন্দ অনুভব করছি। কারণ আপনারা জানেন অতীতে বিআইএতে ভোটে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমার আগেই ফিরিয়ে নিতে হয়েছে।”
সুষ্ঠু নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, “সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, এই নির্বাচন সুষ্ঠুভাবে এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করত পারব।”
বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, “বিআইএ-এর ভোটারগণ সচেতন, শিক্ষিত ও স্মার্ট। তারা প্যানেলের ভেতর ও বাইরে থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে সংগঠনের নতুন নেতৃত্ব ঠিক করবেন-এটাই আমার প্রত্যাশা।”
নির্বাচনী বোর্ডের সচিব মোঃ ওমর ফারুক ব্যাংক বীমা অর্থনীতিকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ইতিমধ্যে নির্বাহী কমিটির সদস্য (লাইফ) থেকে ১০ জন প্রার্থী পাওয়া গেছে। নন-লাইফের ১৯ জন প্রার্থীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচনের জন্য ২২ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে প্রার্থী, নির্বাচনী কর্মকর্তাদের জন্য ব্যাজ ও ভোটার তালিকা সম্বলিত বই তৈরি করা হয়েছে। যা তাদেরকে প্রদান করা হচ্ছে। ১৯ জন প্রার্থীর জন্য ভোটার ক্রমিক অনুযায়ী এক পাতার ব্যালট পেপার তৈরি করা হয়েছে। ব্যালট পেপারের নির্দিষ্ট বক্সের মাঝখানে ক্রস চিহ্ন সম্বলিত সীল দিয়ে ভোট দিতে হবে। একজন ভোটারকে মোট ১০টি ভোট দিতে হবে। কম বা বেশি ভোট দিলে ব্যালট পেপারটি বাতিল করা হবে। ভোট গ্রহণের সময়, গণনার সময়, প্রার্থী নিজে বা তার নিয়োজিত কোন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
ভোটারগণ নাম, ভোটার নং সহ স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন ও ব্যালট পেপার নিয়ে বুথে ভোট প্রদান করবেন এবং ব্যালট পেপারটি খামে ভরে ব্যালট বক্সে ফেলবেন। ঘোষিত রি-সিডিউল মোতাবেক আগামী ২৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় প্রেসিডেন্ট, বিকাল সাড়ে চারটায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ২২ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত ফরম বিক্রির জন্য অফিস খোলা থাকবে। পরের দিনও সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য এবং প্রথম ভাইস- প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য ৪ টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।
বিআইএ’র তথ্যানুযায়ী, জীবন বীমা খাত থেকে নির্বাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান; বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার, পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন।
সাধারণ বীমা খাত থেকে (নন-লাইফ) নির্বাহী কমিটির ১০ সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতাকারী ১৯ প্রার্থী হলেন, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন; কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ; এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার। তবে নন-লাইফ খাতের এই ১৯ প্রার্থীর মধ্যে ১০ জনকে নিয়ে বুধবার একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy