
| রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 249 বার পঠিত
দেশের বীমা খাতের কিছু সমস্যা আছে যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। সেক্ষেত্রে সময়ের প্রয়োজনেই এ খাতে সংস্কার আনতে হবে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকেই যার নেতৃত্ব দিতে হবে। বিআইএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ব্যাংক বীমা অর্থনীতিকে দেয়া সাক্ষাৎকারে এমন অভিমত দিয়েছেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু। এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা করছেন দেশের অভিজ্ঞ এই বীমা ব্যক্তিত্ব।
সাক্ষাৎকারে তিনি বলেন, এই খাতকে এগিয়ে নিতে অতিরিক্ত কমিশন বন্ধ করতে হবে। অন্যথায় এই কমিশনের জন্য আজ অথবা কাল প্রতিটি কোম্পানি দুরবস্থায় পতিত হবে। আহমেদ সাইফুদ্দীন বলেন, সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে কোম্পানিগুলোর রিইন্স্যুরেন্স সংক্রান্ত জটিলতাও নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে বিদেশে রিইন্স্যুরেন্সের হার বাড়াতে হবে। কারণ এখন আমরা যেসব বীমা দাবি নিষ্পত্তি করছি তা মূলত বিদেশি রিইন্স্যুরেন্সের টাকা দিয়েই। বিআইএ’র নেতৃত্বে আসলে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানান জনাব চৌধুরী।
তিনি বলেন, আমি চাই বিআইএতে নির্বাচিত নেতৃত্ব আসুক। কারণ নির্বাচিত নেতৃত্ব সব সময় শক্তিশালী হয়। সরকার ও অংশীজনদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। এতে নির্বাচিত নেতৃত্ব বীমা খাতের স্বার্থে শক্তিশালী বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে।
দেশের অভিজ্ঞ এই বীমা ব্যক্তিত্ব আহমেদ সাইফুদ্দীন চৌধুরী ১৯৮৬ সালে বিজিআইসিতে যোগ দেন। এরপর কোম্পানির চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্ব পান এবং পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হন। তিনি ২০০৯ সালে কোম্পানিটির ডিএমডি ও পরে অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি লাভ করেন। পাশাপাশি তিনি কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভের পর চতুর্থবারের মতো একই পদে সাফল্য ও দক্ষতার সঙ্গে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তিনি।
জনাব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বীমা পেশায় অবলিখন, দাবি, হিসাব, প্রশাসন, বিপণন প্রভৃতি বিষয়ে তিনি প্রশিক্ষণ নিয়েছেন।
Posted ৯:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy