নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত
দীর্ঘদিন ধরে বীমা পেশার সঙ্গে যুক্ত থাকা মো. জহিরুল হক এখন অভিনয় শিল্পী হিসেবে আলোচিত। ২৫ বছরের বীমা ক্যারিয়ার সামলিয়েও তিনি সমানতালে এগিয়ে যাচ্ছেন নাটক ও সংস্কৃতির জগতে। অরন্য আনোয়ারের নতুন ধারাবাহিক নোয়াখালী এক্সপ্রেস-এ তিনি অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
এ প্রসঙ্গে জহিরুল হক বলেন, ‘প্রথমত, অরন্য আনোয়ারের নাটক মানেই গুছানো ও তথ্যবহুল কাজ -এটাই আমাকে টেনেছে। দ্বিতীয়ত, নিজের আঞ্চলিক ভাষার নাটকে কাজ করা আমার বহু দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি উনার কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’
নোয়াখালীর মাইজদী শহরে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। অস্টম শ্রেণিতে পড়ার সময় মঞ্চ নোয়াখালির সঙ্গে যুক্ত হন। ১৯৯৩ সালে নোয়াখালীর নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ পরিচালিত শর্টফিল্ম ক্যাম্পাস-এ অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার পর্দার যাত্রা। পরে যুক্ত হন লোক নাট্যদল ও নাট্য ফৌজের সঙ্গে। শিক্ষাজীবনে ইসলামিক স্টাডিজে মাস্টার্স ও এমবিএ ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবন শুরু করেন বীমা খাতে। মেঘনা ইন্সুরেন্স দিয়ে কর্মজীবন শুরু করে বর্তমানে ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (দাবি বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো গায়কও। নোয়াখালি এক্সপ্রেস-এ শুধু অভিনয়ই নয়, তার কণ্ঠে শোনা যাবে নাটকের ‘থিম সং’ সহ একাধিক আঞ্চলিক গান, যার কথা লিখেছেন নিজেই। এর আগে অরন্য আনোয়ারের জননী, সুগার নানা, বোরখা, বাইসাইকেলের গল্পসহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ফজলে আজিম জুয়েলের যেতে যেতে পথে এবং বিটিভির জনপ্রিয় ধারাবাহিক জিন্দাবাহার এ ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০২৩ সালে অরন্য আনোয়ারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র মা-তে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এই চলচ্চিত্রটি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম অফিসিয়াল সিনেমা হিসেবে স্থান পায়।
অভিনয় অভিজ্ঞতা সম্পর্কে জহিরুল হক বলেন, “অভিজ্ঞতা অসাধারণ। একঝাঁক প্রতিভাবান নতুন শিল্পীর সঙ্গে কাজ করছি, ওদের কাছ থেকে শিখছি। পুরো নাটকের টিম যেন এক পরিবার হয়ে গেছে সবাই আন্তরিক ও সহায়ক।”
নোয়াখালী এক্সপ্রেস ধারাবাহিকের প্রথম সিজন ১০০ পর্বের পরিকল্পনায় নির্মিত হচ্ছে, যার ৮০ পর্বের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। নাটকটি ১৬ নভেম্বর থেকে গ্লোবাল টিভি ও গ্লোবাল ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৫ দিন প্রচারিত হবে।
সবশেষে জহিরুল হক বলেন, “অরন্য আনোয়ারের নাটক মানেই ভালো কিছু। নিজের ভাষা, নিজের মাটির গল্পে অভিনয় করতে পারা আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত।”
Posted ২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy