
| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 377 বার পঠিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেছেন, বীমা শিল্পকে বাঁচাতে বিআইএ-সহ সবাইকে একটি ইস্যুতে ফোকাস দিতে হবে; সেটি হচ্ছে গ্রাহকের বীমা দাবি পরিশোধ। এটি না হলে এই শিল্প ঝুঁকিতে পড়বে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ব্যাংক বীমা র্অথনীতিকে দেয়া সাক্ষাৎকারে এই অভিমত তুলে ধরেন তিনি। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অভিজ্ঞ ও তরুণ এই বীমা ব্যক্তিত্ব।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিআইএ’র মাধ্যমে বীমার প্রান্তিক গ্রাহকদের পাশে দাঁড়াতে চাই। যাতে যথাসময়ে তাদের বীমা দাবি পরিশোধ করা হয়। এটিতে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব। নিয়ন্ত্রক সংস্থা, বিআইএ ও ইন্স্যুরেন্স ফোরামকে সাথে নিয়ে আমরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেব। যাতে কোন প্রতিষ্ঠান গ্রাহককে ঠকিয়ে টাকা আত্মসাত করতে না পারে। যারা এটি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করবে বিআইএ।
বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই বীমা ব্যক্তিত্ব জানান, বীমা আইনকে যুগোপযোগী করতে বিআইএ’র মাধ্যমে ভূমিকা রাখবেন তিনি। ইসলামী বীমা বিধিমালা প্রণয়নে তার ভূমিকা থাকবে। বিআইএ’র মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ইতিবাচক কর্মকান্ডেও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এস এম নুরুজ্জামান বলেন, বীমা শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিআইএ হবে আইডিআরএ’র পরে সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
বিআইএ’র মাধ্যমে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
তিনি বলেন, দেশে সহজলভ্য স্বাস্থ্য বীমাসহ যুগোপযোগী উদ্ভাবনী বীমা পণ্য ও এ বিষয়ে দক্ষ জনবল তথা অ্যাকচ্যুয়ারি বাড়াতেও বিআইএ ভূমিকা রাখবে। ব্যাংক বীমা অর্থনীতিকে তিনি বলেন, আমরা অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ এবং দক্ষতাসম্পন্ন নবীনের সমন্বয়ে একটি বিআইএ চাই। নবীনদের এ জন্যই প্রয়োজন যাতে অগ্রগামী পৃথিবীর সম্ভাবনাময় উদ্ভাবন ও প্রযুক্তিকে তারা খুব দ্রুত ধারণ করতে পারেন। আমরা চাই প্রবীণদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও প্রজ্ঞা বিআইএকে সমৃদ্ধ করবে। আমরা এমন নেতৃত্ব চাই যারা শুধু দক্ষতা এবং যোগ্যতাসম্পন্নই নন, বিআইএকে মনে প্রাণে ধারণও করেন।
দেশে ইসলামিক ইন্স্যুরেন্স শিল্প নিয়ে যারা খুব দৃঢ়তার সাথে কাজ করে আসছেন এবং এই শিল্পকে একটি উন্নত অবস্থানে অধিষ্ঠিত করেছেন, এস এম নুরুজ্জামান তাদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন যাবত তিনি এই শিল্পে নিয়োজিত আছেন এবং দৃঢ়তার সাথে তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।
এস এম নুরুজ্জামান বীমাশিল্পে তার ক্যারিয়ার শুরু করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ একযুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্বও পালন করেছেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডিএমডি (উন্নয়ন প্রশাসন বিভাগ) পদে কর্মরত ছিলেন। বীমাশিল্পে কর্মরত থাকার পাশাপাশি এস এম নুরুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক ও সংস্কারধর্মী প্রতিষ্ঠান ও কর্মকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়াও বীমা বিষয়ের উপর গবেষণাধর্মী লেখালেখি করছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy