বুধবার ৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক দরপতনে লেনদেন তলানীতে

  |   বুধবার, ১৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   28 বার পঠিত

ব্যাপক দরপতনে লেনদেন তলানীতে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৩ মার্চ ব্যাপক দরপতনে লেনদেন তলানীতে নেমেছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই অবস্থা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৭৪.১০ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০০.৮২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬.৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৫ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৭৬৬ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৫২১ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৪৮৩ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ মার্চ ডিএসইতে ১৮ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭১১ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ১২৩ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫৬৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮০ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৫৭.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ১০৫.৪৫ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৯৭৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৪ লাখ ২১ হাজার ৭১৮ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।