শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন চলচ্চিত্র অভিনেতা লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিও

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   347 বার পঠিত

মার্কিন চলচ্চিত্র অভিনেতা লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিও

মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিও জন্ম ১১ই নভেম্বর, ১৯৭৪ সালে। তিনি বহু পুরষ্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন এবং একবার একাডেমি পুরস্কার ও তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেছেন। তিনি তার অভিনয় জীবন শুরু করেন টিভি বিজ্ঞাপনের মাধ্যমে। তিনি বিশ্বব্যাপী বিপুল পরিচিত লাভ করেন টাইটানিক চলচ্চিত্রে জ্যাক ডসন চরিত্রে অভিনয়ের জন্য। এরপর তিনি অনেকগুলো সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০২ সালে তিনি জীবনীমূলক চলচ্চিত্র ক্যাচ মি ইফ ইউ ক্যান এবং ঐতিহাসিক চলচ্চিত্র গ্যাংস অফ নিউ ইয়র্কে অভিনয় করেন। গ্যাংস অফ নিউ ইয়র্কের মাধ্যমে ডিক্যাপ্রিও পরিচালক মার্টিন স্কোরসেজির সাথে জুটি গড়ে তোলেন যা পরবর্তীতে বেশকিছু সফল চলচ্চিত্রের নেপথ্যে ছিল।ডিক্যাপ্রিও ২০০৪ সালে হাওয়ার্ড হিউজের জীবনীমূলক দ্য অ্যাভিয়েটর চলচ্চিত্রের জন্য সেরা নাট্য অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। ২০০৬ সালে তিনি ব্লাড ডায়মন্ড-এর জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কারের মনোনয়ন পান। ডিক্যাপ্রিও ২০১০ সালে বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র ইনসেপশনে অভিনয় করেন। তিনি ২০১৩ সালের দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের জন্য সেরা সঙ্গীতধর্মী বা কমেডি অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি সারভাইভাল-নাট্য চলচ্চিত্র দ্য রেভেন্যান্টে (২০১৫) হিউ গ্লাস চরিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন পান।

ডিক্যাপ্রিও একাডেমি পুরস্কারের জন্য মোট ছয়বার মনোনয়ন পেয়েছেন এবং ২০১৬ সালে তিনি দ্য রেভেন্যান্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। পাশাপাশি এই চলচ্চিত্রে অভিনয়জন্য প্রথম বারের মত বাফটা পুরস্কার ও তৃতীয় বারের মত গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।