বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লভ্যাংশ ঘোষণায় বিধান মানেনি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   416 বার পঠিত

লভ্যাংশ ঘোষণায় বিধান মানেনি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে। এই বিধান সত্ত্বেও ৮ মার্চ প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার বোনাস শেয়ার দেবে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ২ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার উপরে ১০ শতাংশ হারে ৬৭ লাখ ৭৭ হাজার ৪৯৪ টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ২ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৬০ কোটি টাকা এবং ৩৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৮ কোটি ৬৩ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭২টি শেয়ারের মধ্যে ৪৮.৪৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৪১.৮১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১৯ টাকা ৫০ পয়সা লেনদেন হয়। এদিন এ কোম্পানির মোট এক লাখ ৪৮ হাজার ৫৯৮টি শেয়ার ৬৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।