| শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 2 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১০-১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।
কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, এমজেএল বিডি, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম এবং ফাইন ফুডস।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ২৬০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে বেক্সিমকো ইউনাইটেড ফাইন্যান্সের বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৮৯ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৫ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮৪ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪২ টাকা ৯০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৫০ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৯ টাকা ২০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- বিচ হ্যাচারির ১৫ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা, এমজেএল বিডির ৪ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, খান ব্রাদার্সের ৩ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ২ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা এবং ফাইন ফুডসের ২ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৭:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan