শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতেই সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   81 বার পঠিত

সপ্তাহের শুরুতেই সূচকের পতন

সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছিল। দিনের শেষে সে উত্থান পতনে গিয়ে ঠেকেছে। গতকাল ডিএসইতে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনভর সূচক উঠানামা শেষে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এছাড়া সূচকে দেখা যায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

ডিএসইর তথ্য মতে, ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৬ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২৫৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরমিকস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৩৫ বারে ৩৯ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৫১ শতাংশ।

কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৮ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, লিবরা ই্নফিউশন, অ্যারামিট সিমেন্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, নর্দার্ণ জুট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও পেপার প্রসেসিং লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৩ পয়েন্টে। বাজারটিতে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪০টির। এছাড়া সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৭৯ টাকা। আগের দিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৩১৩ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।