বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্প্রসারিত প্রকল্পে পরিক্ষামূলক উৎপাদন শুরু করেছে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   213 বার পঠিত

সম্প্রসারিত প্রকল্পে পরিক্ষামূলক উৎপাদন শুরু করেছে জিপিএইচ ইস্পাত

নিজস্ব সম্প্রসারিত নতুন প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। গতকাল (৫ সেপ্টম্বর) শনিবার কোম্পানি নতুন প্রকল্পের পরক্ষীমূলক উৎপাদন কার্যক্রম চালায়। তবে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরুর আশা করছে কর্তৃপক্ষ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ডিএসইকে জানায়, নতুন কারখানার কোল্ড কমিশনিং চলতি বছরের ১৪ জানুয়ারি শেষ হয়েছে। প্ল্যান্ট সরবরাহকারী প্রাইমেটাল টেকনোলজিসের শিডিউল অনুসারে গত ৩০ জুন হট কমিশনিং হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে বিদেশী প্রকৌশলীরা আসতে না পারায় সেটি বিলম্বিত হয়। বিদেশী প্রকৌশলীদের বাংলাদেশে আসা সংক্রান্ত অনিশ্চয়তার প্রেক্ষিতে সম্প্রতি পর্যায়ে স্থানীয় প্রকৌশলীরা প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সাথে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে নিজেরাই পরীক্ষামূলকভাবে হট কমিশনিংয়ের কাজ শুরু করেছে।

গতকাল ৫ সেপ্টেম্বর জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম চালায় এবং বিদেশী প্রকৌশলীরা না আসা পর্যন্ত উৎপাদিত পণ্য ৭ সেপ্টেম্বর থেকে বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, নতুন কারখানা পূর্ণ সক্ষমতায় চালু হলে জিপিএইচ ইস্পাতের এসএম বিলেট উৎপাদনের ক্ষমতা বেড়ে ৬ গুণে উন্নীত হবে। কোম্পানির আগের কারখানাতে বার্ষিক বিলেট উৎপাদনক্ষমতা ১ লাখ ৬৮ হাজার টন। নতুন কারখানায় উৎপাদন হবে ৮ লাখ ৪০ হাজার টন বিলেট। সব মিলিয়ে বিলেট উৎপাদনের ক্ষমতা বেড়ে হবে ১০ লাখ ৮ হাজার টন।

অন্যদিকে এমএস রড ও মিডিয়াম সেকশনের উৎপাদন ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন। কারখানাটিতে এমএস বিলেট ও এমএস রডের পাশাপাশি মিডিয়াম সেকশন প্রোডাক্টস তথা এঙ্গেল, চ্যানেল, স্টিল বিম, প্ল্যাটবার ইত্যাদি উৎপাদিত হবে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।