
| রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 34 বার পঠিত
আজ ০৯ ফেব্রুয়ারি’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু পরবর্তীতে ধীর গতিতে সূচকের তীর নিচের দিকে নেমে যায়, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫.৮৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৩.৫৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১.৮৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ৫১৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৪৭৩ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৯.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৯.১৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.৭৯ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১২.৯০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯৫ টির, কমেছিল ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৯.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ৮৯৪ টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ২০৪ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৫ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭৩.৭৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৬৭৪ টাকা।
Posted ৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan