বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক কমলেও লেনদেন বেড়েছে

  |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   53 বার পঠিত

সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১২ মার্চ সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৮.৩৯ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২২.৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৭.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫.৮৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২০ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৪৬টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৬১৬বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৭৫৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ মার্চ ডিএসই’র ডিএসইতে ১৪ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ৭৪২টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৫৪৮বার হাতবদল হয়েছিল। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৪৭৮কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭৫ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৩৮৭.৪০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ১৬৬ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।