শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্পট মার্কেটে যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   521 বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ মার্চ, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩১ মার্চ , বুধবার। রেকর্ড কারণে আগামী ১ এপ্রিল, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে এ কোম্পানি। ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময় ইপিএস হয়েছিল ১ টাকা ১৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৬২ পয়সা।

‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৬০ কোটি টাকা এবং ৩৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৮ কোটি ৬৩ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭২টি শেয়ারের মধ্যে ৪৮.৪৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৪১.৮১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১৯ টাকা ৫০ পয়সা লেনদেন হয়। এদিন এ কোম্পানির মোট এক লাখ ৪৮ হাজার ৫৯৮টি শেয়ার ৬৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।