শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   189 বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সীমিত সংস্করণে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম স্মারক ক্রেডিট কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

সক্রিয় হওয়া প্রতিটি কার্ডের জন্য ব্যাংকটি মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুদান দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্যভিত্তিক এই বহুজাতিক ব্যাংকটি জানায়।

এর ফলে কার্ডধারী গ্রাহক মুক্তিযুদ্ধ জাদুঘরের দাতার তালিকায় নাম নিবন্ধনসহ বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

স্বাধীনতার উদযাপন এবং স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের অর্জনকে স্মরণ করে প্রচলিত করা হচ্ছে এই স্মারক ক্রেডিট কার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড সীমিত সংস্করণের ক্রেডিট কার্ড ডিজাইন করতে ঢাকা ইয়েহ্-কে নিযুক্ত করা হয়। শিল্পীর চোখে বাংলাদেশের জাতীয় গর্বের চিত্র রয়েল বেঙ্গল টাইগার এবং এর প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনকে উপস্থাপন করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘স্মারক কার্ডটি অসংখ্য মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক কৃতিত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সংহতি এবং গর্বের প্রকাশ।
‘মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে অংশীদার হতে পেরে আমরা কৃতজ্ঞ। এটা এমন একটি সংস্থা যা আমাদের মুক্তিযুদ্ধএর আদর্শ এবং স্মৃতি সংরক্ষণে এক অপরিহার্য ভূমিকা পালন করছে।’
তিনি আরও বলেন,‘কার্ডে চিত্রিত রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের চেতনার প্রতিচ্ছবি, সংকল্পবদ্ধ, স্বতন্ত্র এবং দৃঢ়তার প্রতীক।

‘এটি সেই মনোভাব যা দেখায় যে আমরা সকল বাধা অতিক্রম করে মহামারীর প্রতিকূলতাকে পরাভূত করে বাঘের মতোই সামনে এগিয়ে যেতে প্রস্তুত’ মনে করেন তিনি।

ব্যাংকটি জানায়, এই স্মারক ক্রেডিট কার্ড ধারীদের জন্য বিনা খরচে চারজন সঙ্গীসহ যাদুঘরের গ্যালারীগুলি দেখার সুযোগ, অগ্রিম বুকিং সাপেক্ষে ভিজিটের সময় কার্ডহোল্ডার, যাদুঘরের লাইব্রেরি এবং গবেষণা শাখায় প্রবেশের সুযোগসহ আরও বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।