
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলোকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই দুই কর্মকর্তাকে নিয়ে কোম্পানিটির পরিচালক মো. জুলহাস এবং মো. সালেহ হোসেন পর্ষদ চেয়ারম্যানের নির্দেশনা অগ্রাহ্য করে বহিরাগতদের এনে প্রধান কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন এসব অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দু’জন পরিচালক এবং তার সহযোগীদের যোগসাজশে কোম্পানিটিতে অসহায় গ্রাহকদের আমানত রাখা শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ফলে গত কয়েক বছর ধরে প্রায় ৫০ হাজার গ্রাহকের ১৫০ কোটি টাকার মতো বীমা দাবি পরিশোধ করতে পারছে না কোম্পানিটি। এমন প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ কর্তৃক প্রাপ্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলোসহ কোম্পানির সুনাম বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির কারণে কয়েকজনকে গত ১১, ১৩ ও ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন কোম্পানির দুজন পরিচালকের প্ররোচনায় কোম্পানি সচিব মো. শাহিদুল ইসলামকে বহিষ্কার করে। যা সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সংবাদ সম্মেলনে গ্রাহকের অর্থ লুটপাটকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অবৈধ পেশীশক্তি ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নিয়ন্ত্রক সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতিবাজরা যাতে হাজার হাজার গ্রাহকের সঞ্চিত আমানত আত্মসাত করতে না পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় বরখাস্তকৃত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলো যাতে কোম্পানির অফিসে অবৈধভাবে অবস্থান করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) দেয়া একটি চিঠির বরাত দিয়ে জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে আইডিআরএকে দুই পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তাদের দ্বারা কোম্পানিতে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি অবহিত করেছি। কোম্পানির কয়েকটি ব্যাংক হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্তের কথাও ওই চিঠিতে জানিয়েছি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে মোহাম্মদ আবদুল মতিনকে অব্যাহতি দিয়ে চিঠি দেন। চিঠিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১৪৯তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কোম্পানির বৃহত্তর স্বার্থে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। ১২ ফেব্রুয়ারি এক পত্রে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) লুৎফুন নাহার আলোকে চাকুরি হতে অব্যাহতি দেয়া হয়।
Posted ১০:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy