শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৬৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল প্রাইম ব্যাংক

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   664 বার পঠিত

২৬৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল প্রাইম ব্যাংক

স্নাতক পর্যায়ের ২৬৩ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক। প্রত্যেক মাসে ২ হাজার ৬০০ টাকা করে পাবেন তারা। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৭ সাল থেকে এ নিয়ে তিন হাজার ৬৮৪ দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃত্তি পেলেন।

শনিবার রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে এই ‘শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৯’ অনুষ্ঠিত হয়।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচির উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের বৃত্তিপ্রাপ্ত চারজন কৃতি শিক্ষার্থী, যারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এরপর ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ২৬৩ শিক্ষার্থীর নিজস্ব অ্যাকাউন্টে একযোগে বৃত্তির প্রাপ্ত অর্থ প্রদান করা হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।