নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ জুলাই ২০২২ | প্রিন্ট | 117 বার পঠিত
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুরো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং বিআইএফসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায, ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে পাবেন।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ১০ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৬ সেপ্টম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
এদিকে, ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২০ পয়সা। আগের বছর কোম্পানিটির কোম্পানিটির লোকসান ছিল ১৩ টাকা ০৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৯৪ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ জুলাই ২০২২
bankbimaarthonity.com | saed khan