| ২২ মে ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার বা সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৮৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১৪ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৫ টাকা ৭০ পয়সা।
গোল্ডেন সনের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে ফারইষ্ট নিটিং। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ২৬ শতাংশ। ১০ দশমিক ১০ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে মালেক স্পিনিং।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- বিডি থাই অ্যালুমেনিয়ামের ৮ দশমিক ৯৮ শতাংশ, ফরচুন সুজের ৮ দশমিক ৭৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৩ শতাংশ, নিউ লাইফ ক্লোথিংয়ের ৮ দশমিক শূন্য ৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭৪ শতংশ, এমারেল্ড অয়েলের ৭ দশমিক ২৭ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৮ শতাংশ দাম কমেছে।
বাংলাদেশ সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan