বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 443 বার পঠিত
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) যৌথ আয়োজনে আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সেকেন্ড সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম।’
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সিইও মোস্তাফিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত সাসটেইনেবল অ্যাপারেল ফোরামে বিভিন্ন দেশের ৫০ জনের বেশি সাসটেইনেবিলিটির গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ৫টি প্যানেল আলোচনায় অংশ নিবেন।
আলোচনায় উঠে আসে পরামর্শগুলো নিয়ে সেফের পক্ষ থেকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি সাসটেইনিবিলিটি রোডম্যাপ তৈরি করা হবে। পরবর্তী সংস্করণগুলোতে এই রোডম্যাপের অগ্রগতি নিয়ে নিয়মিতভাবে আলোচনা করা হবে।
Posted ৩:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed