বিবিএনিউজ.নেট | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | 558 বার পঠিত
চলতি বছরের প্রথম মাসে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
জানুয়ারি মাসের ১৫ দিনে ৯৫ কোটি ৭০ লাখ ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ হাজার ২৩০ কোটি ২০ লাখ টাকা। এর আগে কখনো ১৫ দিনে এ পরিমাণ রেমিট্যান্স আসেনি।
রেকর্ড রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, প্রবাসী ভাই বোনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন তারা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায় না। হুন্ডি বাদ গেছে। সবাই এখন বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাচ্ছেন।
তিনি আরো বলেন, যাদের হাত ধরে আজকে রেমিট্যান্স শক্তিশালী হয়েছে সেই প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা।
Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed