নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 327 বার পঠিত
পাবনার বেড়ায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ কোরবান আলী সরদার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার কোরবান উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার আমিনপুর থানায় চাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢালারচর ইউয়িনের বাঁধেরহাট গ্রাম থেকে ত্রাণের চাল কালোবাজারিকালে হাতেনাতে তাকে আটক করা হয়।
র্যাব- ১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী তার ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে বাঁধের হাটে নিজ গোডাউনে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার এবং চেয়ারম্যান কোরবান আলীকে আটক করে।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne