শনিবার ৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ শর্তে বিএফডিসিতে শুটিং করা যাবে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   303 বার পঠিত

৪ শর্তে বিএফডিসিতে শুটিং করা যাবে

করোনা কারণে টানা দুই মাস ‘সাধারণ ছুটি’ শেষে দাপ্তরিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন। এখন যে কেউ চাইলে সেখানে শুটিং করতে পারেন। কিন্তু, রয়েছে চারটি শর্ত।

এই সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘এখন প্রযোজক ও পরিচালকরা চাইলে স্বাস্থ্যবিধি মেনে ফ্লোরে শুটিং করতে পারবেন।’

শুটিংয়ের চার শর্ত:

১, যাদের শুটিং করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, তারা সাময়িকভাবে আন্তঃসংগঠনের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে শুটিং কার্যক্রমে নিজ দায়িত্বে অংশ নিতে চান, তাহলে তিনি তা করতে পারবেন।

২. সংশ্লিষ্ট ইউনিট শুটিং শুরু করার আগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে নিতে হবে। কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শুটিং ইউনিটকে তার সম্পূর্ণ দায় বহন করতে হবে।

৩. প্রতিটি শুটিং ইউনিটের শিল্পী-কলাকুশলী প্রাথমিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবেন।

৪. এই ঘোষণা সরকারের ছুটি ও লকডাউনবিষয়ক ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় শুটিং কার্যক্রম যে কোনো সময় স্থগিত বা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11202 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।