বিবিএ নিউজ.নেট | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 555 বার পঠিত
শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড।
গত বৃহস্পতিবার কোম্পানিটির ৩০ জুন ২০২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পরিষদ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৯ টাকা ৭ পয়সা।
আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৭ টাকা ৬৪ পয়সা।
আগামী ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ সভা। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।
Posted ১:১০ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen