বুধবার ১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকের ব্যতিক্রম উদ্যোগ

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ০৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   223 বার পঠিত

খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকের ব্যতিক্রম উদ্যোগ

খেলাপি ঋণ আদায়ে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক এবার ব্যাংকটির কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের নেতাদের ওপর দায়িত্ব দিয়েছে। এর আগে ঋণ আদায়ে কোনো ব্যাংকের এমন উদ্যোগের কথা জানা যায়নি। সাধারণত যেসব কর্মকর্তা ঋণ প্রদান করেন, তাঁরাই আদায়ের দায়িত্বে থাকেন। এ ছাড়া ঋণ আদায় বিভাগের কর্মকর্তারাও আদায়ের সঙ্গে পুরোপুরি যুক্ত।

অগ্রণী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এমন উদ্যোগের কথা জানিয়েছে। এতে বলা হয়, খেলাপি ঋণ আদায়ের বিষয়ে ৩ নভেম্বর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের নেতাদের মতবিনিময় হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএমডি মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান গাজী, আনোয়ারুল ইসলাম, মো. মনিরুল ইসলামসহ ঋণ আদায় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এমডি মোহাম্মদ শামস্-উল ইসলাম ঋণ আদায়ের অগ্রগতি তুলে ধরেন। বলেন, ‘ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট খেলাপির কাছ থেকে ঋণ আদায়ের দায়িত্ব দেওয়া ব্যাংকিং ইতিহাসে কখনো হয়নি। এ ক্ষেত্রে অগ্রণী ব্যাংক প্রথম, যেখানে বিভিন্ন সংগঠনের নেতারাও খেলাপি ঋণ আদায়ে এগিয়ে এসেছেন। আমরা প্রত্যেকে খেলাপি ঋণ আদায়ে মনোনিবেশ করলে নিশ্চয় সফলতা অর্জন করতে সক্ষম হব।’

সভায় ঊর্ধ্বতন নির্বাহী এবং সংগঠনগুলোর নেতারা ঋণ আদায়ে তাঁদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের অফিসার সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, অফিসার ঐক্য ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।