নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 181 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ওয়ান ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহটিতে ওয়ান ব্যাংকের ১৯ কোটি ৬ লাখ ২০ হাজার ৯৪১টি শেয়ার হাত বদলের মাধ্যমে ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইতে টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন টার্নওভারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংকের ২৮৩ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকার, ফরচুন সুজের ১৬৯ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১২৫ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১০৭ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার, সোনালী পেপারের ৯৮ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৯৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৭৮ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসির ৬২ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকার এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫৬ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ২:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan