| সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 210 বার পঠিত
দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাণী প্রদান করেছেন। এক বাণীতে তিনি পত্রিকার সাংবাদিক, পাঠক, পরিবেশক, পৃষ্ঠপোষক ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যে প্রবেশাধিকার এবং জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত। সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যম যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ‘দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’ বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন প্রকাশনার মাধ্যমে জাতীয় ও তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকান্ড, সমস্যা, সম্ভাবনা ও জনমতকে সরকারের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি ‘দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
Posted ৮:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy