| বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 117 বার পঠিত
আজ ০১ ফেব্রুয়ারি ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৬০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৩.৯৯ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৯২ পয়েন্টে।
এছাড়া, সূচকের মধ্যে ডিএসই–৩০ সূচক ১২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৬.৭৭ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ২৭১ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৭৮৭ টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৭৯৬ বার হাতবদল হয়েছে।
টাজার অংকে যার বাজারমূল্য ১১২২ কোটি ৯ লাখ ৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩১ জানুয়ারি ডিএসইতে ৩২ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৫৫২টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ২৯১ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৯৭৯ কোটি ৭১ লাখ ৪ হাজার টাকা।
সে হিসেবে গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৩৮ লাখ ২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৩ শতাংশ বা ২১৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৬৪২.৬৬ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।
আজ দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৩ টাকা।
গত কার্যদিবসে টাকার অংকে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ১০৩ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ টাকা।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan