| মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত
আজ ০৬ ফেব্রুয়ারি সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। কিন্তু দুপুর ২টার একটানা সূচকের পতন হতে থাকে। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬.০৬ পয়েন্ট।
অন্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.২৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩.৭০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৫৪ কোটি ১০ লাখ ১২ হাজার ১২৯ টি শেয়ার ৩ লাখ ৬৫ হাজার ৪০৫ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬৫১ কোটি ৮২ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ডিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ ১৩ হাজার ১২৬ টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ২৯৮ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ১৬৫৪ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকা।
সে হিসেবে গত কার্যদিবসের তুলনায় আজ লেনদেন কমেছে ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৭৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ১০৯.৯৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন অংশ নিয়েছে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৭০৪ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৭৬ টাকা।
Posted ৩:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan