| বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 34 বার পঠিত
আজ ২৫ সেপ্টেম্বর সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৬.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৫.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ৩৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৫৫৯ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯৬ কোটি ৯৩ লাখ ০৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৭৭.৯৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৮.১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৯.৪৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৩ টির, কমেছে ২৬২ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ২১ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৮ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ১৯২.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৯৮৩.৬৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৬৩ টাকা।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan