সোমবার ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

আগামীতে দেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠবে : বিএসইসি চেয়ারম্যান

  |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   31 বার পঠিত

আগামীতে দেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠবে : বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, শেয়ারবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে এক সাথে একযোগে একই লক্ষ্যে বিশ্বাসের সাথে কাজ করে যাওয়ার আহবান জানান। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও ইচ্ছার মাধ্যমে আগামীতে দেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠবে।

তিনি বলেন, শেয়ারবাজার ও মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ দূর করতে এবং টেকসই সমাধান ও উন্নয়নের লক্ষ্যে বিএসইসি কাজ করছে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ সিকিউরিটিজ ভবনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ডেভেলপিং দ্যা মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে শেয়ারবাজারে আসে। যার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের বিনিয়োগ অধিক সুরক্ষা পায়। দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারলে দেশের শেয়ারবাজার আগামীতে সামনের দিকে আগাতে পারবে ন।

তিনি আরো বলেন, মিউচ্যুয়াল ফান্ড খাত শেয়ারবাজারের সম্মুখভাগে থাকা উচিৎ। কারণ এটি শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসি মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সব ধরণের সহায়তা দিতে ইচ্ছুক। দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করার উপর খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজার সংস্কারে বিএসইসর গঠিত টাস্কফোর্স ফোকাস গ্রুপ করার মাধ্যমে বাজার সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে আরো বৃহৎ পরিসরে কাজ করা শুরু করেছে এবং ইতোমধ্যে বাজার সংশ্লিষ্ট অনেকে এর সাথে যুক্ত হয়েছেন ও আগামীতে আরো অনেকে যুক্ত হবেন বলে।

সভায় শেয়ারবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতের মধ্যমে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সভায় অন্যান্যদের মধ্যে মিউচ্যুয়াল ফান্ খাতে বিনিয়েগ প্রক্রিয়া সহজীকরণ, শেয়ারবাজারের বিদ্যমান বিভিন্ন রুলস ও রেগুলেশনের প্রয়োজনীয় সংস্কার আনয়ন ও যুগোপযোগীকরণ, বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, শেয়ারবাজারকে বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মিউচ্যুয়াল ফান্ড থাতে সংশ্লিষ্ট করের ক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়েগ শিক্ষার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড প্রসারে উদ্যোগ গ্রহণ, বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্টকরণের জন্য তাদের মুনাফা এবং মূলধনী লাভসহ বিনিয়োগের প্রত্যাবাসন সহজীকরণ, মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রচার বৃদ্ধির মাধ্যমে এই খাতের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রশিক্ষসহ প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এই খাত সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, শেয়ারবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের জন্য নীতিসহায়তা প্রদান এবং নীতি সম্পৃক্ত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার (বিশেষত বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি) সমন্বিত উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ ইত্যাতি।

সভায় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মেঃ আলী আকবর, ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকর্তাবৃন্দ এবং অ্যাসেট ম্যানেমেন্ট কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।