শুক্রবার ৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স

বহিস্কৃত হয়েও কার্যালয় ছাড়ছে না মতিন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   671 বার পঠিত

বহিস্কৃত হয়েও কার্যালয় ছাড়ছে না মতিন

বরখাস্তের পরেও গায়ের জোরে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় দখল করে রাখার অভিযোগ উঠেছে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলোর বিরুদ্ধে।

এমনকি বরখাস্ত করায় কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিনকে হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গত ১৮ ফেব্রুয়ারি করা ওই সাধারণ ডায়েরিতে আবদুল মতিন এবং লুৎফুন নাহার আলোর হুমকির কারণে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন তিনি।

এদিকে ২৩ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে মো. শাহাদাত হোসেনকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং মো. জাকির হোসেন সরকারকে, উপ-ব্যবস্থাপনা পরিচালক (হেড অব মার্কেটিং) পদে নিয়োগের কথা জানিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা আনতে সবাইকে সার্বিক সহযোগিতা করার নির্দেশনা দেন চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।

ওই অফিস আদেশে তিনি আরো উল্লেখ করেন, ‘কোম্পানির বৃহত্তর স্বার্থে বর্তমান পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে, মোহাম্মাদ আব্দুল মতিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং লুৎফুর নাহার আলো, উপ-ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) এই দুজনকে চাকরি হতে অব্যাহতি প্রদান করা হয়। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দুয়েকজন সম্মানিত পরিচালকের প্ররোচনায় তাদের হীন স্বার্থে উক্ত বরখাস্তকৃত ব্যক্তিদ্বয় কোম্পানির প্রধান কার্যালয়ে অবৈধভাবে অবস্থান করে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের হুমকি ধমকি, বদলি, নিয়োগ এবং বরখাস্তকরণসহ বিভিন্ন বিশৃঙ্খল কাজে লিপ্ত রয়েছে। যাহা সম্পূর্ণভাবে অবৈধ বলে গণ্য হবে।’

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনেও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলোকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই দুই কর্মকর্তাকে নিয়ে কোম্পানিটির পরিচালক মো. জুলহাস এবং মো. সালেহ হোসেন পর্ষদ চেয়ারম্যানের নির্দেশনা অগ্রাহ্য করে বহিরাগতদের এনে প্রধান কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দু’জন পরিচালক এবং তার সহযোগীদের যোগসাজশে কোম্পানিটিতে অসহায় গ্রাহকদের আমানত রাখা শত শত কোটি টাকা আত্মসাত হয়েছে। ফলে গত কয়েক বছর ধরে প্রায় ৫০ হাজার গ্রাহকের ১৫০ কোটি টাকার মতো বীমা দাবি পরিশোধ করতে পারছে না কোম্পানিটি। এমন প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ কর্তৃক প্রাপ্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলোসহ কোম্পানির সুনাম বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির কারণে কয়েকজনকে গত ১১, ১৩ ও ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন কোম্পানির দুজন পরিচালকের প্ররোচনায় কোম্পানি সচিব মো. শাহিদুল ইসলামকে বহিষ্কার করে। যা সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সংবাদ সম্মেলনে গ্রাহকের অর্থ লুটপাটকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অবৈধ পেশীশক্তি ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নিয়ন্ত্রক সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতিবাজরা যাতে হাজার হাজার গ্রাহকের সঞ্চিত আমানত আত্মসাত করতে না পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় বরখাস্তকৃত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুৎফুন নাহার আলো যাতে কোম্পানির অফিসে অবৈধভাবে অবস্থান করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) দেয়া একটি চিঠির বরাত দিয়ে জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে আইডিআরএকে দুই পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তাদের দ্বারা কোম্পানিতে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি অবহিত করেছি। কোম্পানির কয়েকটি ব্যাংক হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্তের কথাও ওই চিঠিতে জানিয়েছি।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে মোহাম্মদ আবদুল মতিনকে অব্যাহতি দিয়ে চিঠি দেন। চিঠিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১৪৯তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কোম্পানির বৃহত্তর স্বার্থে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। ১২ ফেব্রুয়ারি এক পত্রে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) লুৎফুন নাহার আলোকে চাকুরি হতে অব্যাহতি দেয়া হয়।

 

এ বিষয়ে আব্দুল মতিনের বক্তব্য জানতে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:০৭ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।