
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 126 বার পঠিত
দেশের বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিবের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সত্যায়িত অনুলিপি চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গত ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক চিঠিতে কোম্পানিগুলোর কাছে এ তথ্য চাওয়া হয়। যদিও এর আগে কখনো পাসপোর্টের তথ্য আইডিআরএ থেকে চাওয়া হয়নি। এমনকি আইন ও বিধি-প্রবিধানেও পাসপোর্টের তথ্য চাওয়ার নির্দেশনা নেই।
আইন অনুযায়ী, বীমা কোম্পানির উপদেষ্টা ও মুখ্য নির্বাহী নিয়োগের পূর্ব অনুমোদন দেয় আইডিআরএ। এক্ষেত্রে নথিপত্র দাখিলের চেকলিস্টে পাসপোর্টের ফটোকপি দাখিল করতে হবে এমন কোন নির্দেশনা নেই। এ দু’টি পদ ছাড়া অন্য কোন পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় না। এ ছাড়াও প্রতি বছর পরিচালকদের সম্পদ বিবরণী ও হলফনামা দাখিল করতে হয়। তবে এই হলফনামা ও সম্পদ বিবরণীর সাথে পাসপোর্টের কপি চাওয়া হয় না।
অপরদিকে শেয়ার হস্তান্তর, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যেসব নথিপত্র চাওয়া হয় সেখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিলের নির্দেশনা থাকলেও পাসপোর্টের ফটোকপি দাখিলের কোন নির্দেশনা নেই। আইডিআরএ বলছে, তথ্য সংরক্ষণের জন্য পাসপোর্টের এই অনুলিপি চেয়েছে সংস্থাটি।
Posted ৯:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy