বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1157 বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াছিটকে পড়লেন। বিশ্বকাপের আগে ভারতের এটিই শেষ সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, হার্দিক পান্ডিয়া পিঠের সমস্যায় ভুগছেন। তাই চিকিৎসকরা তাকে না খেলার পরামর্শ দিয়েছেন।
আগামী সপ্তাহের শুরুর দিকে বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যাবেন হার্দিক পান্ডিয়া। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়ার সব কাজ চলবে। পান্ডিয়ার বদলে ওয়ানডে সিরিজে দলে ডাক পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
সম্প্রতি একটি টিভি শো’তে বিতর্কিত মন্তব্য করার পর নিষেধাজ্ঞার মুখে পড়েন পান্ডিয়া। তারপর তিনি আবার দলে ফেরেন। দলে ফেরার পরে ছয়টি সাদা বলের ম্যাচ খেলে পান্ডিয়া সাতটি উইকেট নিয়েছেন ও ৮৬ রান করেছেন।
টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। এই সিরিজে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সিরিজটি শেষ হবে ১৩ মার্চ।
Posted ৬:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed