নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 114 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের পরিচালনা বোর্ড পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি বোর্ড নতুন করে বোর্ড ও ম্যানেজমেন্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির চেয়ারম্যান ফজলে ইমাম, এমডি মোহাম্মদ আদনান ইমাম এবং প্রিন্স মজুমদার প্রধান নির্বাহী অফিসার সবাই নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছে।
কোম্পানিটির বোর্ড মোহাম্মদ আদনান ইমামকে চেয়ারম্যান, প্রিন্স মজুমদারকে ভাইস চেয়ারম্যান এবং শাহাজালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে।
কোম্পানিটি জানায়, গত ৯ আগস্ট থেকে জেনেক্সের বোর্ড পরিবর্তন হয়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan