বিবিএনিউজ.নেট | শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 901 বার পঠিত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ৩ ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা, শফিউল ইসলাম ও সাইফুদ্দিন। নিউজিল্যান্ডে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি জানান, বিশ্বকাপের আগে তিন বিভাগেই নিজেদের ভুল ত্র“টি কাটিয়ে উঠতে চায় দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তার প্রতিফলনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেই সাথে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে বাজে ফল বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না বলেও জানান মাশরাফি।
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed