| ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:০১ অপরাহ্ণ
সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কর্তৃক গ্রামীনফোন কর্মকর্তা মরহুম মোজাম্মেল হক মোল্লা -এর গ্রুপ বীমার মৃত্যুদাবী বাবদ মোট ৪৯,৮৫,২০৮/- (উনপঞ্চাশ লক্ষ পঁচাশি হাজার দুইশত আট) টাকা পরিশোধ করা হয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গ্রামীনফোন এর হেড অব শেয়ারড সার্ভিস অনীক হোসেন চৌধুরী এর নিকট মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর মহা-ব্যবস্থাপক এস. এম জিয়াউল হক, এবং গ্রামীনফোন এর হেড অব এমপ্লয়ী এক্সস্পীরিয়েন্স্ শাহরীয়ার সাইদ ও এ. এন. এম. আল-ফারাবি, স্পেসালিস্ট-বেনিফিট ম্যানেজম্যন্ট উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed