বিবিএনিউজ.নেট | রবিবার, ১০ মার্চ ২০১৯ | প্রিন্ট | 941 বার পঠিত
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৮৮ পয়সা। ৩১ মার্চ বেলা ১১টায় রাজধানীর হোটেল পূর্বানী লিমিটেডে অনুষ্ঠিত হবে কোম্পানিটির এজিএম।
এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বৃহস্পতিবার। রেকর্ড ডেটের পর আজ ডিএসইতে পুনরায় শুরু হবে এ শেয়ারের লেনদেন।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। এক বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ২৬ পয়সায়।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ইন্স্যুরেন্স। সে সময়ে কোম্পানিটির ইপিএস হয় ১ টাকা ৮২ পয়সা।
২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৯ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানির মোট ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ৩৬ শতাংশ শেয়ার।
Posted ২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed