নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 314 বার পঠিত
দেশের সাধারণ বীমা (ঘড়হ-ষরভব) কোম্পানিগুলোকে শেয়ার প্রতি আয়ের (ইপিএস) লক্ষ্যমাত্রা বেঁধে দিতে আজ সোমবার (১৯ অক্টোবর) বিকালে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে আজ সোমবার (১৯ অক্টোবর) বিকালে বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তথা মূখ্য নির্বাহীদের একটি বৈঠক ডেকেছে সংস্থাটি।
আইডিআরএ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আইডিআরএ বৈঠকে কোম্পানিগুলোকে মুনাফা বাড়ানোর তাগিদ দেবে। আর মুনাফার পাশপাশি শেয়ার প্রতি আয় বা ইপিএস এর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে। চলতি বছর শেষে কোম্পানিগুলোর ইপিএস হতে হবে সর্বশেষ বছরের দেড় গুণ। অর্থাৎ সর্বশেষ হিসাববছরে (২০১৯) কোনো কোম্পানির ইপিএস ১ টাকা হয়ে থাকলে চলতি বছর শেষে সেটির ইপিএস কমপক্ষে ১ টাকা ৫০ পয়সা হতে হবে। কোনো কোম্পানির গত বছরের ইপিএস ৩ টাকা হয়ে থাকলে চলতি বছর শেষে তা ৪ টাকা ৫০ পয়সা হতে হবে।
কোনো কোম্পানি ইপিএসের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে সেটিকে বিশেষ নজরদারির আওতায় আনবে আইডিআরএ। খুঁজে দেখবে ইপিএস না বাড়ার কারণ।
কোনো কোম্পানি ব্যবসা বাড়াতে না পারলে ইপিএস বাড়ার সুযোগ নেই। আর ব্যবসা বা মুনাফা নির্ভর করবে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতার উপর। এ বাস্তবতায় নিয়ন্ত্রক সংস্থা লক্ষ্যমাত্রা বেঁধে দিলে তাতে আদৌ কোনো কাজ হবে কি-না এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে আইডিআরএ’র একজন উর্ধতন কর্মকর্তা অর্থসূচককে বলেন, অবশ্যই মুনাফা ও ইপিএস বাড়ানোর সুযোগ আছে। কারণ অতীতে বেশিরভাগ কোম্পানি নিয়ম লংঘন করে বাড়তি কমিশন দিতো। বর্তমানে ওই সুযোগ নেই বললেই চলে। তাই কমিশন বাবদ বেঁচে যাওয়া অর্থ অ্যাকাউন্টসে ঢুকলে মুনাফা বাড়বেই। তাই চাই বীমা ইন্ডাস্ট্রির ভিত্তি আরও শক্ত হোক।
Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan