নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 161 বার পঠিত
বীমা খাতের উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত ১৯ সেপ্টেম্বর ইন্স্যুরেন্স কোম্পানিসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উদ্যোগে এবং ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিসিএবি) সহযোগিতায় কক্সবাজারের লং বিচ হোটেলে ১৯-২০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অবৈধ অর্থপ্রবাহের বিরুদ্ধে কঠোর অনুবর্তিতার সংস্কৃতি গড়ে তোলা’।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খতে চারটি স্তম্ভ। ব্যাংক, পুঁজিবাজার, বন্ড মার্কেট ও বীমা। কিন্তু আমরা ব্যাংক নির্ভর। কারণ, শিল্পখাতে আমরা ফোকাস করি, যেখানে প্রচুর বিনিয়োগ দরকার হয়।
বীমা খাতের প্লেয়ারের সংখ্যা বেশি, রেফারি দুর্বল মন্তব্য করে তিনি বলেন, এখানে সুশাসনের ঘাটতি রয়েছে। কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে কোয়ান্টিটিকে নয়।
দেশের জিডিপিতে বীমা খাতের অবদান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, জিডিপিতে বীমা খাতের অবদান এক শতাংশের নিচে, এটি আমাদের ব্যর্থতা নির্দেশ করে। আমরা জনগণের আস্থা অর্জন করতে পারিনি। মার্কেট ডেভলপ করতে পারিনি। পত্রিকা খুললেই দেখা যায়, বীমা কোম্পানি যথাসময়ে গ্রাহকের টাকা পরিশোধ করতে পারছে না। এর ফলে গ্রাহক আস্থা হারাচ্ছে এবং পুরো খাতে এর প্রভাব পড়ছে।
অথচ বিভিন্নভাবেই জনগণকে বীমার সঙ্গে সম্পৃক্ত করা যায়। কিন্তু বীমার প্রয়োজনীয়তা অনুভবের অভাবে তা হচ্ছে না। সভ্য সমাজে চলতে হলে বীমা আনতে হবে। একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ি ধাক্কায় ড্যামেজ হলে বীমা নেই। গাড়ির মালিক, ড্রাইভার সবার বীমা থাকা উচিৎ। ব্যাংকের ঋণের বিপরীতে বীমা নেই-অথচ এটি সেফগার্ড হিসেবে কাজ করত।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বীমা খাতের উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত। এখানে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা রয়েছে। আমি মনে করি, একটি গাড়ির বীমা থাকতে হবে। ইন্ডাস্ট্রির বীমা থাকতে হবে, ব্যাংক ঋণের বীমা থাকতে হবে।
বীমা কোম্পানিগুলো তাদের বিনিয়োগ পলিসির কারণে এগুতে পারছে না মন্তব্য করে গভর্নর বলেন, বিনিয়োগ পলিসি ঠিক থাকতে হবে। এটি ঠিক না থাকলে ধ্বংস হয়ে যাবে। কম্পাইন্স এবং জাবাবদিহিতা থাকতে হবে। ম্যাচিউর হওয়ার পরেও মানুষ ঘুরছে;
এই খাতের যে অবস্থা তাতে বড় রকমের মার্জার প্রয়োজন আছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy