নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 425 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ১৮ কোম্পানির প্রায় পৌনে ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ম্যারিকো, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গ্রামীণফোন, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, নিটল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ ও এসকে ট্র্রিমস লিমিটেড। কোম্পানিগুলোর ৯ লাখ ৫৮ হাজার ১৪৪টি শেয়ার ৫১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকার মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৭ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের।
এছাড়া এসকে ট্রিমসের ৭৭ লাখ ৮৬ হাজার টাকার, সী পার্লের ৩০ লাখ ৭৭ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ লাখ ১১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪৪ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৮ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৪৫ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২০ লাখ ১৩ হাজার টাকার, গ্রামীণফোনের ৩৬ লাখ ৭২ হাজার টাকার, ফাইন ফুডসের ১১ লাখ ৯৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৬৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৭ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪৭ লাখ ৯৮ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ৫৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৩:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan