বিজ্ঞপ্তি | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 197 বার পঠিত
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে সম্প্রতি কক্সবাজারের হোটেল বিচ ওয়েতে তিনদিন ব্যাপী বিজয়ী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রশিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. সহিদুল হক মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানির সহকারী ব্যস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. মুজিবুল মাওলা লিটন, মোহাম্মদ মীর হোসেন, মুহাম্মদ আব্দুল মান্নান, আব্দুল আওয়াল, মুজিবুর রহমান, আব্দুর রশিদ, মো. মহিউল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ।
বিজয়ী কর্মকর্তাদের নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট, মনোজ্ঞ র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী মোহাম্মদ মনির হোসেন।
Posted ৮:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy