বুধবার ৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় দুর্বলতা আছে : শিল্পমন্ত্রী

  |   শনিবার, ৩০ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   601 বার পঠিত

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় দুর্বলতা আছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বিশ্বের বড় বড় শহরগুলোতেও অগ্নিকাণ্ড ঘটে থাকে। লন্ডনেও অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু তারা যেভাবে নিয়ন্ত্রণ করে, আমরা সেভাবে পারি না। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আমাদের দুর্বলতা আছে।’

রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ে শনিবার প্রথম জাতীয় শিল্প মেলা ২০০৯ উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘গত বৃহস্পতিবার বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। এতে আমরা মর্মাহত। আজ সকালেও একটি দুর্ঘটনা ঘটেছে গুলশানে ডিএনসিসির মার্কেটে। এটি কাঁচাবাজার এখানে আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা জেনেছি সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, এসব দুর্ঘটনায় আমাদের দুর্বলতাগুলো বেরিয়ে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, ‘এ অগ্নিকাণ্ডে যাদের অবহেলা আছে সরকার ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে এসব দুর্ঘটনা প্রতিকারে সরকারসহ সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ব্যবস্থা নিচ্ছে।’

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। একই মার্কেটে গত ২০১৭ সালের ৩ জানুয়ারিও আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। ওই আগুনে মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।

এদিকে গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:১৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11208 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।