সোমবার ১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ পরবর্তী সুবাতাস বইছে শেয়ারবাজারে

  |   শুক্রবার, ২৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   10 বার পঠিত

ঈদ পরবর্তী সুবাতাস বইছে শেয়ারবাজারে

ঈদ পরবর্তী সপ্তাহে সুবাতাস বইতে শুরু করেছে দেশের শেয়ারবাজারে। বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জুন) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। একই সময়ে বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১.২৮ পয়েন্ট বা ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫.৪১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৭.৪৬ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩.৫২ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৪৭.০৯ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২২.৫৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৬৯.৩৩ পয়েন্ট বা ৪.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২.৭০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৩০০টি, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ কোটি ৮০ লাখ শেয়ার ৬ লাখ ৬২ হাজার ১৯২বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯১৯ কোটি ৮৬ লাখ টাকা বা ৪৮.৮৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি ৯০ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি ১০ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৮৫৮ কোটি ২০ লাখ টাকা বা ২.৭৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০১.৭৭ পয়েন্ট বা ২.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮.৫৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৮৬.৯২ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬.৪৮ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৩.৩৬ পয়েন্ট বা ২.১৯ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.৯৪ পয়েন্ট বা ২.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৯১.৬৭ পয়েন্টে এবং ৯৮৫.৫২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮৩.৬৯ পয়েন্ট বা ৩.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৪৯.৯৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৬৯টি, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৮২ লাখ ৫২ হাজার ৯৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৮ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৮৫১ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৯ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ২৪৩ টাকা বা ১৪০.০০ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।