নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ আগস্ট ২০২১ | প্রিন্ট | 215 বার পঠিত
তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায, তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) ফান্ডটির মোট আয় হয়েছে ৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৯৫৬ টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ কোটি ৬৮ লাখ ৪২ হাজার ৩৯৭ টাকা।
এতে তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২ পয়সার কিছু বেশি। আগের অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ০৫ পয়সার কিছু বেশি।
এদিকে, তিন প্রান্তিকে তথা (অক্টোবর’২০-জুন’২১) ই্উনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৭২ পয়সা।
৩০ জুন, ২০২১ তারিখে ফান্ডটির ক্রয় মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ২৫ পয়সা। আর বাজার মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৩৭ পয়সা।
আলোচ্য সময়ে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৬ পয়সা।
Posted ১:১৬ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan