| রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 6 বার পঠিত
আজ ২৪ নভেম্বর ব্যাপক দরপতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার পর সূচকের একটানা পতন ঘটে। কিন্ত দুপুর পৌনে ১২টা থেকে আবারও সূচকের একটানা উত্থান ঘটে। এরপর দুপুর ১টার পর আবারও সূচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়ট। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৫১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪৬.৪৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৯.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৯.৯০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১১ কোটি ২০ লাখ ৭১ হাজার ২৩৭ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৬২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০২ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৪৭.৬৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯৭.৫৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫১.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১৯.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬ টির, কমেছে ২৬৩ টির এবং অপরিবর্তিত রয় ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ১ লাখ ৩৯ হাজার ৮০ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৫০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৩ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬১ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৯ শতাংশ বা ১৭৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪০৯.৫৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৯৯৩ টাকা।
Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan