বিবিএ নিউজ.নেট | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 500 বার পঠিত
এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এসিআই) ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা এতে সভাপতিত্ব করেন।
এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সুস্মিতা আনিস,আব্দুল মুয়িদ চৌধুরী, জুনায়েদ আহমেদ চৌধুরী, আনিসউদ্দিন আহমেদ খান, গোলাম মাইনুদ্দীন, স্বতন্ত্র পরিচালক আদিল হুসেন, কামরান তানভীরুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সভায় গত ৩০ জুন ২০২১ সমাপ্ত আর্থিক বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলির প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা উক্ত অর্থবছরের জন্য ৬৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা তার উপস্থাপনায় ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। তিনি, কোম্পানির স্টেক হোল্ডারদের সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের কথা ও উল্লেখ করেন।
Posted ৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy